1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

দেড় বছর পর শ্রেণিকক্ষে বাকৃবি শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

দীর্ঘ দেড় বছর পর স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সশরীরে শুরু হয়েছে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা। আজ সোমবার সকাল ১০টায় বিভিন্ন অনুষদের (কৃষি, পশুপালন, মাৎস্যবিজ্ঞান) শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা শুরু হয়। এ সময় বিভিন্ন অনুষদের পরীক্ষা হলের কক্ষ পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতভাগ। প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষা হলে মাস্ক পরে ঢোকানো হয়। যাদের মাস্ক নাই তাদের জন্যও পর্যাপ্ত পরিমাণ মাস্কের ব্যবস্থা রাখা হয়। অন্যদিকে শিক্ষার্থীদের স্যানিটাইজার ব্যবহার করে পরীক্ষার হলে ঢোকার ব্যবস্থা রাখা হয়। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের এক সিট পর পর আসনের ব্যবস্থা করা হয়।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু করতে পেরেছি। আমরা অন্য সব বর্ষের শিক্ষার্থীদের জন্য ৩ অক্টোবর থেকে হল খুলে দেব। এ ক্ষেত্রে যারা অন্তত প্রথম ডোজের টিকা গ্রহণ করেছে তারাই শুধু হলে ওঠার সুযোগ পাবে। তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু করা হবে আগামী ১৭ অক্টোবর থেকে এবং ৪-১০ অক্টোবরের মধ্যে শেষ করা হবে সব ব্যাবহারিক ক্লাস। অন্যদিকে মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হলে করোনাভাইরাসের গতিবিধি বিবেচনা করে আমরা সশরীরে ক্লাস শুরু করব।

বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক, প্রক্টর এবং ছাত্রবিষয়ক উপদেষ্টাসহ সবার সহযোগিতায় আমরা সব বিষয় অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে পারব বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি