1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

ফুলবাড়িয়ায় ৩ জেএমবি সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ গ্রামের আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেহাদি বইসহ জামাত উল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের আফতাব (৪০), হামিদুল (৩৫) ও কালাদহ গ্রামের আইয়ুব আলী (৪৯)।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কালাদহ আটাপাড়া এলাকার জামায়াত নেতা কলেজশিক্ষক এনামুল হকের বাড়ির একটি কক্ষে ১৫ থেকে ২০জন জেএমবি গোপন বৈঠকে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়।

পুলিশ কলেজ শিক্ষক এনামুলের ঘরে তল্লাশি চালিয়ে ১০টি জেহাদি বই উদ্ধার করে। কলেজ শিক্ষক এনামুল কেশরগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, গোপন বৈঠকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করার সময় তিনজন জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যরা পালিয়ে গেছে। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি