ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। শনিবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশে ময়মনসিংহ মহানগরীকে মাদক সন্ত্রাস চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম দমনে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে ফুলপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৮ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন মাটিচাপুর থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আকিকুল ইসলাম (২০), মোঃ সোহাগ আকন্দ (২০), মোঃ ফয়জুর রহমান (৩২), কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।