করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজে আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে এম-৫৪, ৫৭ ও ৫৮ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।
প্রতিটি ব্যাচের শিক্ষার্থী রয়েছে ২২০-২৩০ জন। এছাড়াও এমবিএস ফাইনাল ও পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্তরঞ্জন দেবনাথ।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হয়েছে। শ্রেণিকক্ষে প্রবেশের আগে প্রত্যেক শিক্ষার্থীর তাপমাত্রা মেপে প্রতি বেঞ্চে দুই জন করে বসানো হয়েছে।