ময়মনসিংহে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া চার জেএমবি সদস্যকে দুই দিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই চার জেএমবি সদস্যকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে কড়া নিরাপত্তায় তাদের জেলহাজতে নিয়ে যাওয়া হয়।
এর আগে, কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে এদের আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে নগরীর ঢোলাদিয়া এলাকায় জেএমবির সক্রিয় সদস্য ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী, মো. আলাল ওরফে ইসহাক, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদকে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তারের দাবি করে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল।
এসময় র্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়। সেসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গোলা বারুদ, বোমা সদৃশ বস্তু ও ডাকাতির সরঞ্জাম জব্দের দাবি করে র্যাব।