1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

ভৈরব পৌরসভার প্রায় ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১

নতুন কোন কর আরোপ বা করের আওতা বাড়ানো ছাড়াই কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রায় ৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকালে পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়।

এবারের বাজেটে নতুন কোন কর আরোপ বা করের আওতা বাড়ানো হয়নি; বরং বাড়ানো হয়েছে বেশ কয়েকটি সেবা খাতের পরিধি।

এবারের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।

এবারের অর্থ বছরে ৮৪ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ৪০১.৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন তিনি। ২০২০-২০২১ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৭৭ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ১৩১.৩৬ টাকা।

বাজেটের ৮৪ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ৪শ ১.৯০ টাকার মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৭৯৬.০৬ টাকা। পানি সরবরাহ শাখা থেকে ২ কোটি ২৪ লাখ ৭৫৮.৫৬ টাকা এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৬০ লাখ ৪৯ হাজার ৮৪৭.২৮ টাকা।

প্রস্তাবিত বাজেট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার প্রধান প্রকৌশলী বাদশা আলমগীর, সচিব মো. দুলাল উদ্দিন, হিসাব রক্ষক মুমিনুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা শের বিন নঈম, প্যানেল মেয়র রাজু আহমেদ, পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি