1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব নোয়াখালীতে এক হাজারের বেশি শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল জোবাইদা রহমানকে নিতে বিমানবন্দরে পৌঁছেছে গাড়িবহর গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়কে’র দায়িত্ব পেলেন শহীদ গণহারে বদলি আদেশের পর শিক্ষকদের আন্দোলন স্থগিত স্কুলের তালা ভেঙে প্রাথমিকের পরীক্ষা নিলেন ইউএনও ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সপ্তাহে তিনদিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চলবে বিমান বাংলাদেশের ফ্লাইট

বিটিআরসির নতুন নীতি চালু
১০ এমবিপিএস সর্বনিম্ন গতি, ৪০ সেকেন্ডে ধরতে হবে কলসেন্টারের ৯০ শতাংশ কল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান নিম্নমানের হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি নতুন কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। যার ফলে ফোরজি ব্যবহারকারীদের জন্য সর্বনিম্ন ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নতুন নীতিমালায় কলড্রপ হার কমানো, ডেটা সংযোগের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সেবাদাতাদের মাসিক রিপোর্টিং বাধ্যতামূলক করার মাধ্যমে গ্রাহকসেবা উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভায় মোবাইল অপারেটর, এনটিটিএন এবং আইএসপি সেবাদাতাদের জন্য এটি পাশ হয়।

জানা গেছে, নতুন নীতিমালা আন্তর্জাতিক মান অনুসরণ করে তৈরি, যেখানে ড্রাইভ টেস্টের মাধ্যমে অপারেটরদের ফোরজি সেবা পরীক্ষা করা হবে। এ ছাড়া, কলড্রপের হার কমানো, ভয়েস ও ডেটা সেবার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নেটওয়ার্কের বিভিন্ন সূচকের মান বাড়ানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, আগের বেঞ্চমার্ক সময়োপযোগী ছিল না। তাই এটি বাস্তবসম্মত করে হালনাগাদ করা হয়েছে। নতুন নির্দেশনার আওতায় কল সেটআপ সাকসেস রেট নেটওয়ার্ক পর্যায়ে ৯৯ শতাংশ এবং জেলা-উপজেলা পর্যায়ে ৯৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কলড্রপ হার টুজি নেটওয়ার্কে সর্বাধিক ১ শতাংশ এবং উপজেলা পর্যায়ে ১.৫ শতাংশ সীমিত থাকবে।

ফোরজি সংযোগ সফলতার হার নেটওয়ার্কে ৯৯ শতাংশ এবং জেলা পর্যায়ে ৯৮.৫ শতাংশ থাকতে হবে। গড় ব্যবহারকারী ডাউনলোড স্পিড নেটওয়ার্কে কমপক্ষে ৩.৫ এমবিপিএস এবং জেলা পর্যায়ে ২.৫ এমবিপিএস হতে হবে। ড্রাইভ টেস্টে ভয়েস সেবায় কল সেটআপ সাফল্যের হার ৯৮ শতাংশ বা তার বেশি, কলড্রপ ২ শতাংশের মধ্যে এবং ভোল্ট ব্যবহারকারীর মান সূচক ন্যূনতম ৩.৫ নির্ধারণ করা হয়েছে। ডেটা সেবায় ডাউনলোড ও আপলোড স্পিড যথাক্রমে ১০ এমবিপিএস ও ২ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, তদারকিতে অপারেটরদের মাসিক রিপোর্টিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সূচকগুলো তিনটি ভাগে বিভক্ত— অ্যাক্সেসিবিলিটি (নেটওয়ার্কে প্রবেশ ও কল সেটআপ), রিটেইনেবিলিটি (সংযোগ ধরে রাখার সক্ষমতা) এবং নেটওয়ার্ক ইন্টিগ্রিটি (নেটওয়ার্কের সার্বিক দক্ষতা)। বিটিআরসি প্রতিটি সূচকের ফলাফল মাসভিত্তিক গড় করে নেটওয়ার্ক, জেলা ও উপজেলা স্তরে আলাদাভাবে পর্যবেক্ষণ করবে। এ ছাড়া, সবচেয়ে খারাপ পারফর্ম করা ৫০টি সেলের তালিকা আলাদাভাবে জমা দিতে হবে।

ফিক্সড ইন্টারনেট ও টেলিফোনি সেবায়ও নতুন মান নির্ধারণ করা হয়েছে। ফিক্সড টেলিফোনে কলড্রপ সর্বাধিক ১ শতাংশ, কল সেটআপ ৯৯ শতাংশ এবং কল সংযোগ সময় সর্বোচ্চ ৬ সেকেন্ডের মধ্যে সীমিত থাকবে। ইন্টারনেট সেবায় লোকাল ট্র্যাফিকের সংযোগ সময় সর্বোচ্চ ২৫ এমএস, ডেটা হারানো ১ শতাংশ নেটওয়ার্ক প্রাপ্যতা ৯৯ শতাংশ এবং গ্রাহকের ডাউনলোড-আপলোড স্পিড সাবস্ক্রাইব করা গতির কমপক্ষে ৯৫ শতাংশ নিশ্চিত করতে হবে।

নতুন নীতিমালায় গ্রাহক অভিযোগ সমাধানও কঠোরভাবে নির্ধারণ করা হয়েছে। নেটওয়ার্ক-সংক্রান্ত নয় এমন অভিযোগ ২৮ দিনের মধ্যে সমাধান করতে হবে। গ্রাহকসেবা সেন্টারে আসা ৯০ শতাংশ কল ৪০ সেকেন্ডে এবং সব কল ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি