1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক, নিঃর্শত ক্ষমা চাইলেন ময়মনসিংহের সেই চিকিৎসক চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ কুকুরছানা হত্যা মামলায় সেই নিশির জামিন সাজসজ্জার নামে রাষ্ট্রের ক্ষতি, দুদকের জালে সাবেক রাষ্ট্রপতি হামিদ আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে : মির্জা ফখরুল কওমি মাদরাসার সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আসিফ নজরুল

‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে আইজিপির পদ পান জাবেদ পাটোয়ারী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদ পান জাবেদ পাটোয়ারী। আর সহযোগীরা পান একটি করে ফ্ল্যাট ও এক কোটি টাকা। পুলিশের বিশেষ শাখার (এসবি) নথিতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকতা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, দুর্নীতি করেছেন জাবেদ পাটোয়ারী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিৎ এ নিয়ে অনুসন্ধান করা।

২০১২ সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। এর ভূমিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, শেখ মুজিবের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি। যাতে উঠে এসেছে, পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত, নেতাকর্মীদের বলতেন এখান থেকে শিক্ষা নিতে।

কিন্তু এই অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক নথিতে দেখা যাচ্ছে এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি বিশাল দল। স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসাবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখেন জাবেদ পাটোয়ারী ও তার দল। এর ফলে ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে।

আর আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করে তারা পায় রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ এক কোটি করে টাকা। এর সরাসরি তত্ত্ববাধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

বিষয়টি নিয়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো ফোন নাম্বারেই পাওয়া যায়নি। তবে একটি সরকারি সুত্রের দাবি, ৫ আগস্টের পর সৌদি আরবের রাষ্ট্রদূতের পদ থেকে জাবেদকে বরখাস্তের পর দেশে ফিরতে বলা হলেও সেখান থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

সাবেক আইজিপি নুরুল হুদা বললেন এমন প্রশ্ন যেহেতু উঠেছে বিষয়টি অনুসন্ধান হওয়া দরকার। তিনি বলেন, যদি অ্যালিগেশন উঠে থাকে তবে অনুসন্ধান হওয়া উচিত। যেহেতু ফান্ড থেকে টাকা-পয়সা দেয়া হয়েছে।

অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এসবিতে এ সংক্রান্ত নথি গায়েব করা হয়েছে। রাষ্ট্রের প্রধান আইনকর্মকতা বললেন এটি দুর্নীতি। দুদকের উচিৎ এ নিয়ে অনুসন্ধান করা।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ১৯৪৭ সালের দুর্নীতি সংক্রান্ত যে আইনটা আছে তার ৫ এর ২ ধারায় দুর্নীতিমূলক কাজ। যদি উনি এটা নিজে লাভবান হওয়ার জন্য এবং অন্যকে লাভবান করার জন্য করে থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো অর্থ আত্মসাৎ করেন কিংবা তছরুপ করেন এটা একটা অপরাধ। এই যে, গায়েব করে দিয়েছেন এটাও একটা অপরাধ। আপনি দুদককে ক্লু দেবেন সে সূত্র ধরে দুদক এগিয়ে যাবে।

সাবেক পুলিশ প্রধান চৌধুরি মামুন তার এক জবানবন্দি সম্প্রতি দাবি করেন, ২০১৮ সালের রাতের ভোট হয় জাবেদ পাটোয়ারীর পরামর্শেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি