1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

আমিরাতে ৬৬ কোটির লটারি জিতলেন বাংলাদেশি, আরেকজনের ভাগ্যে রেঞ্জ রোভার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে একসঙ্গে দুই বাংলাদেশির ভাগ্য খুলে গেছে। এই ড্রতে সবুজ মিয়া নামের এক বাংলাদেশি প্রবাসী জিতে নিয়েছেন ২ কোটি দিরহাম, যার বর্তমান বিনিময় হার অনুযায়ী মূল্য প্রায় ৬৬ কোটি টাকা।

পুরস্কার জিতেছেন পারভেজ হোসেন আনোয়ার নামে আরেক বাংলাদেশিও। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি সম্পূর্ণ নতুন রেঞ্জ রোভার গাড়ি। আনোয়ার ২০০৯ সাল থেকে আমিরাতের শারজায় বসবাস করছেন।

দুবাইয়ের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিগ টিকিট র‌্যাফেলের ২৭৭তম সিরিজের ফলাফল ঘোষণা করা হয় গত রোববার। বিজয়ী নির্বাচিত হন ১৯৪৫৬০ নম্বর টিকিটধারী ব্যক্তি, যিনি পেয়েছেন সর্বোচ্চ পুরস্কার- দুই কোটি দিরহাম।

এ ছাড়াও ওই ড্রতে আরও কয়েকজন বিজয়ী পেয়েছেন নগদ সান্ত্বনা পুরস্কার। তাদের প্রত্যেকেই পান ৫০ হাজার দিরহাম। পাশাপাশি চারজন প্রতিযোগী সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার লাভ করেন।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের লটারি জেতার ঘটনা নতুন নয়। এর আগে চলতি বছরের জুলাই মাসে মোহাম্মদ নাসের বেলাল নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ‘বিগ টিকিট’ ড্রতে জিতে নেন ২.৫ কোটি দিরহাম।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্ট মাসের জন্য একটি নতুন গ্র্যান্ড প্রমোশনের ঘোষণা এসেছে। এই প্রমোশনে অংশগ্রহণকারীদের মধ্যে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্রতে একজন ভাগ্যবান পাবেন ১৫ কোটি দিরহাম পুরস্কার। এ ছাড়াও সেদিন ছয়জন বিজয়ী প্রত্যেকে পাবেন এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ২৫ আগস্টের মধ্যে যারা একবারে দুটি বা ততোধিক নগদ টিকিট কিনবেন, তারা ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। লাইভ ড্রতে সরাসরি উপস্থিত হতে পারলে প্রতিযোগীরা অতিরিক্ত ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত জেতার সুযোগ থাকবে।

এই ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাওয়া চারজন প্রতিযোগীর নাম ১ সেপ্টেম্বর বিগ টিকিটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া আগস্ট প্রমোশনে বিজয়ীদের জন্য থাকছে একটি বিএমডব্লিউ M440i গাড়ি জেতার সুযোগ। সেই গাড়ির বিজয়ী ঘোষিত হবেন ৩ সেপ্টেম্বর। অন্যদিকে, আগামী ৩ অক্টোবর আরও একজন বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে একটি নতুন রেঞ্জ রোভার ভেলার।

উল্লেখ্য, ‘বিগ টিকিট’ হলো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত একটি জনপ্রিয় লটারি প্রতিযোগিতা। ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা শুরু করা এই লটারি প্রতি মাসেই অনুষ্ঠিত হয় এবং এটি বর্তমানে অঞ্চলটির দীর্ঘতম এবং বৃহত্তম চলমান র‍্যাফেল ড্র হিসেবে স্বীকৃত।

‘বিগ টিকিট’ লটারির মাধ্যমে অংশগ্রহণকারীরা বিপুল অঙ্কের নগদ অর্থ এবং বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পান। প্রতি মাসে এখানে ‘গ্যারান্টেড ক্যাশ ড্র’ এবং প্রতি দুই মাস পরপর ‘ড্রিম কার ড্র’ আয়োজন করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি