1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

ধানমন্ডি ৩২ নম্বরের সেই ভবনে বেজমেন্টের পানি সরানো হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবরের বাড়ির নতুন ভবনের বেজমেন্টে ‘আয়নাঘর’ রয়েছে এমন সন্দেহ করছেন সাধারণ জনতা। ওই বেসমেন্টের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এসব দাবি করা হয়। এখন এসব দাবি আমলে নিয়ে বেজমেন্টে কোনো গোপন কিছু রয়েছে কিনা তা জানতে কাজ করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বেজমেন্টে‌ থাকা পানি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। বসানো হয়েছে কয়েকটি পানি নিষ্কাশন মেশিন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আমাদের ফোন দেওয়া হয়েছিল (সাধারণ মানুষ) ওই বাড়ির বেজমেন্টের পানি নিষ্কাশনের জন্য। পরে আমাদের একটি ইউনিট ওইখানে গিয়ে কাজ করছে। পানি নিষ্কাশনের পর এর ভেতরে কী রয়েছে তা দেখার জন্য মূলত আমাদের কাজ করতে বলা হয়েছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলারক্ষাকারী অন্য সব বাহিনীর সদস্যরাও রয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদস্বরূপ ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে।

উৎসুক জনতার সন্দেহ, স্বৈরাচার শেখ হাসিনার বিশ্বস্ত প্রশাসনের ‘আয়নাঘরের’ বাইরে দলীয় নেতাকর্মীদের দ্বারা ৩২ নম্বরে নতুন এ আয়নাঘর তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি