1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

চোরও এমন ‘ভদ্র’ হন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

চীনের সাংহাইতে এক চোর একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি শেষে মালিকের উদ্দেশে চিরকুট লিখে গেছেন। এতে তিনি মালিককে চুরি রোধের ব্যবস্থা উন্নয়নের পরামর্শ দিয়েছেন।

সাংহাই পুলিশ বলেছে, এই চুরির ঘটনা ঘটেছিল গত ১৭ মে। চোরের নামের শেষাংশ হচ্ছে স্যাং। ভবনের বাইরের দেয়াল বেয়ে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েন। তিনি সেখান থেকে ঘড়ি ও একটি অ্যাপল ম্যাকবুক চুরি করেন।

ওই চুরির ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ ওই স্যাংকে গ্রেপ্তার করেছে।

ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঢোকার পর স্যাং কয়েকটি মুঠোফোন ও ল্যাপটপ জড়ো করেন। পরে সেগুলো একটি ডেস্কে স্তূপ করে রাখেন এবং একটি নোটবুক লেখেন। ডেস্কটি খোলা রেখে সেখানে কিছু ডিজিটাল যন্ত্রের নিচে একটি চিরকুট রেখে যান।

চিঠিতে স্যাং লেখেন, ‘প্রিয় বস, আমি একটি হাতঘড়ি ও একটি ল্যাপটপ নিয়ে গেলাম। আপনার চুরিরোধী ব্যবস্থার উন্নয়ন করা উচিত। আমি সব ফোন ও ল্যাপটপ নিচ্ছি না। কারণ, আমার আশঙ্কা, এতে আপনার ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত হবে।’

চিরকুটের একেবারে শেষে স্যাং লেখেন, ‘আপনার ফোন ও ল্যাপটপ ফেরত পেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন।’ চিরকুটের শেষে তিনি নিজের ফোন নম্বরও দিয়ে দেন।

চুরির ঘটনা জানানোর পর পুলিশ রাষ্ট্রীয় নজরদারি ক্যামেরা ও স্যাংয়ের দেওয়া ফোন নম্বর ব্যবহার করে তাঁকে শনাক্ত করে।

ট্রেনে করে সাংহাই ছেড়ে যাওয়ার সময় পুলিশ স্যাংকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে চুরি করা জিনিসপত্র ছিল। পরে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই চোরকে নিয়ে মজার সব মন্তব্য করেছেন। অনেকে তাঁকে ‘দয়ালু চোর’ বলে মন্তব্য করেছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে একজন মজা করে মন্তব্য করেছেন, ‘তিনি খুব কৃপণের মতো অপরাধ করেছেন।’

আরেকজন ঠাট্টা করে মন্তব্য করেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে বরং চুরি রোধের ব্যবস্থা উন্নয়ন করতে বলা উচিত। চোরকেও তাঁর পলায়নের দক্ষতা আরও বাড়ানোর পরামর্শ দেওয়া উচিত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি