1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

প্রেমের টানে নেপালী মেয়ে আসলো ময়মনসিংহের ছেলে কাছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২

সিঙ্গাপুরে চাকরির সুত্রে পরিচয় তারপর মন দেয়া নেয়া। প্রেমের আড়াই বছর পর সিদ্ধান্ত হয় দুজনের বিবাহ বন্ধনের। এ সিদ্ধান্তে প্রথমে বাঁধ সাধেন কনের পরিবার। ভিনদেশী ছেলের সাথে এ সম্পর্ক মেনে নিতে চাননি তাঁরা। তবে ভালোবাসার টানে টেকেনি সেই আপত্তি। গত ৭ মার্চ নেপালি কন্যা অনুদেবী চলে আসেন বাংলাদেশে। পলাশের বড় বোন চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ঢাকায় তাদের বিয়ের আয়োজন করেন। জমজমাট আয়োজনে সম্পন্ন হলো বিয়ের কাজ।

শনিবার (১২ মার্চ) ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামে বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠিত হয় তাদের। তাঁদের শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় সংসদ সদস্যসহ রাজনৈতিক ব্যক্তি ও এলাকাবাসী।

হতিহর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পাল ও পূর্ণিমা রাণী পালের ছোট ছেলে পলাশ পাল। চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতির ভাই।

পলাশ পেশাগত কারণে সিংগাপুরে যান কয়েক বছর আগে। সেখানে পরিচয় হয় নেপালি কন্যা অনুদেবী ভুজেলের সঙ্গে। অনুদেবীও সিংগাপুরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

কনে অনুদেবী জানান, তাঁর বাবা ভারতীয় ও মা নেপালী। তার বাবার বাড়ি ভারত পশ্চিম বঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি। মূলবাড়ি নেপালে। দুই বোনের মধ্যে তিনি ছোট। বড় বোনের বিয়ে হয়েছে নেপালে। বরের বাড়ির সবাই খুব ভালো, সবাই তাকে আপন করে নিয়েছে বলে জানান তিনি।

পলাশের মা পূর্ণিমা রাণী পাল বলেন, আমাদের ছেলে তাকে পছন্দ করেছে, কনেকে আমাদের পছন্দ হয়েছে, সে খুব ভালো মনের মানুষ। ইতোমধ্যেই সবাইকে আপন করে নিয়েছে।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, আমরা চার ভাই বোনের মধ্যে পলাশ সবার ছোট। অনুদেবীকে পছন্দের বিষয়ে সে আগেই আমাদের জানিয়েছিল। বিয়ের মাধ্যমে তাদের প্রেমের সফল পরিণয় ঘটেছে। নব দম্পত্তির জন্য সবার কাছে তিনি আশীর্বাদ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি