1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির দুই এমপি প্রার্থী বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেই আসুক, আসার সঙ্গে সঙ্গেই সাইজ হবে: ডিসি মাসুদ এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী তফসিল ঘোষণার পর ‘অনুমোদনহীন আন্দোলন’ থেকে বিরত থাকার আহ্বান ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে : রিজভী এবার পুরোনো সেতুতেও ‘অতিরিক্ত মাশুল’, ২০ ডিসেম্বর থেকে ট্রেনভাড়া বাড়ছে দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি অতিরিক্ত স্মার্ট : অর্থ উপদেষ্টা আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ময়মনসিংহে কঠোর বিধিনিষেধ ৫২ ভ্রাম্যমাণ আদালত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ময়মনসিংহে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা শহর ও উপজেলায় ৫২ জন নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তাদের সঙ্গে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের সদস্যরাও।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে নগরীতে ২২ জন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এবং উপজেলায় জেলা প্রশাসনের চারজন নির্বাহী কর্মকর্তা, ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ১৩ জন সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করছেন।

জেলার বেশ কয়েকটি সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই রাস্তায় থাকতে দেয়া হচ্ছে না। দেখলেই করা হচ্ছে বিভিন্ন প্রশ্ন। যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেয়া হচ্ছে। না হয় ফিরিয়ে দেয়া হচ্ছে সবাইকে। রাস্তায় দেখা যায়নি গণপরিবহন।

এদিকে কঠোর বিধিনিষেধের বাস্তব চিত্র দেখতে সকালে শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। এ সময় পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক উপস্থিত ছিলেন।

আয়েশা হক বলেন, ‘কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা শহর ও উপজেলা মিলিয়ে মোট ৫২ জন কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। বৃহস্পতিবার  সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৭৭ মামলায় ২ লাখ ৩৫ হাজার ১০ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি